মো: জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: চলমান শৈত প্রবাহে বিপর্যস্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতি।বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় শীতার্ত মানুষের মাঝে প্রায় দুই শতাধীক শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি, ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক মো: মুক্তার আলম বিশেষ অতিথি হিসেবে মো: মাহাবুব আলম বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক মো: আব্বাস আলী দুলাল, মো: হাবিবুর রহমান মুক্তা প্রভাষক উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাংগঠনিক সম্পাদক মো: মুক্তার আলম বলেন, ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতি ঢাকায় পঞ্চগড় জেলার বিভিন্ন উচ্চ পর্যায়ে কর্মকতা প্রায় বিভিন্ন জায়গা থেকে ৪০০০ হাজারের অধিক এই সমিতির সদস্য আছে, তাদের সহযোগিতায় পঞ্চগড় জেলায় গরিব অসহায় মানুদের বসবাসরত সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। শীতের এই সময়ে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জনসেবা দেওয়া আমাদের জন্য গৌরবের। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পঞ্চগড় জেলা সমিতির বিভিন্ন সদস্য সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক জানান, ভবিষ্যতেওএই ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভুমিকা পালন করবে।
