স্টাফরিপোর্টার মাগুরা।। মাগুরা জেলার বিভিন্ন উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান লোকজ ধর্মীয় উৎসব পৌষ সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বাস্ত পূজা। শীতের শেষে নতুন ফসল ঘরে তোলার আনন্দ ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেই এ পূজার আয়োজন করা হয়।
বুধবার (১৪ জানুয়ারি) ভোর থেকেই গ্রামাঞ্চলে বাস্ত পূজাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কৃষিজীবী পরিবারগুলো বাড়ির আঙিনা ও খোলা মাঠে কলাগাছ,ধান,শাক-সবজি,ফলমূল ও নতুন চাল দিয়ে সুসজ্জিত করে তোলে পূজার মণ্ডপ।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতির আবহে দিনভর চলে নানা আয়োজন।
স্থানীয় পুরোহিতদের মতে, বাস্ত পূজার মাধ্যমে জমির উর্বরতা, ফসলের প্রাচুর্য এবং পরিবারের সুখ-সমৃদ্ধি কামনা করা হয়। এটি কৃষিভিত্তিক সমাজের বিশ্বাস ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত একটি লোকজ ধর্মীয় আচার।
একইভাবে মাগুরা সদর, শ্রীপুর ও শালিখা উপজেলার বিভিন্ন গ্রামেও পৌষ সংক্রান্তি উপলক্ষে বাস্ত পূজা ও লোকজ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে মহম্মদপুর উপজেলার সালধা গ্রাম এবং ইছামতি বিলের কচাতলা এলাকায় বাস্ত পূজা ও আনুষ্ঠানিকতার আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষেরা।
আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার অনেক ঐতিহ্য হারিয়ে গেলেও বাস্ত পূজা এখনো মানুষের সঙ্গে প্রকৃতি ও শিকড়ের সম্পর্ক অটুট রাখছে। এটি কেবল একটি ধর্মীয় আচার নয়,বরং কৃষিভিত্তিক সমাজের সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে দৃঢ় করার এক অনন্য উপলক্ষ।
উল্লেখ্য, পৌষ সংক্রান্তি বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছর পৌষ মাসের শেষ দিনে এ উৎসব পালিত হয়,যা নতুন বছরের আগমনের বার্তা বহন করে এবং গ্রামীণ জীবনে আনন্দ ও সম্প্রীতির আবহ ছড়িয়ে দেয়।
