ঢাকাWednesday , 14 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধনবাড়ীতে “জান ফুডস’ চিপস ফ্যাক্টরিতে” ভয়াবহ অ*’গ্নি*কা*ণ্ডে পুড়ে ছাই

Mahamudul Hasan Babu
January 14, 2026 11:41 am
Link Copied!

সৈয়দ সাজন আহমেদ রাজু ধনবাড়ী : ‎টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভাধীন পলাশতলী এলাকায় অবস্থিত ‘জান ফুডস চিপস ফ্যাক্টরিতে’ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিট থেকে ২টা ৪০ মিনিটের মধ্যে এই আগুনের সূত্রপাত হয় ।
‎স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ফ্যাক্টরির ভেতর থেকে হঠাৎ আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই আ*’গু*ন পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিক ভাবে ধনবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আ*’গু*ন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । এ ব্যাপারে “গণমাধ্যমকে” ‎ফ্যাক্টরিটির মালিক পলাশতলী গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মোঃ মিজানুর রহমান বলেন । অগ্নিকাণ্ডে ফ্যাক্টরির মূল্যবান যন্ত্রপাতি ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ।
‎প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে।
‎অ*’গ্নি*কাণ্ডের খবর পেয়ে আজ ১৪ জানুয়ারি সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) নূরজাহান আক্তার সাথী। এসময় তার সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ স্থানীয় জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
‎পরিদর্শন শেষে ইউএনও ক্ষতিগ্রস্ত মালিকের প্রতি সমবেদনা জানান এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার জন্য যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দেন ।