Fri. Dec 13th, 2024

বোদা উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন।

বোদা পঞ্চগড় প্রতিনিধি:দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস-২০২৪। প্রতি বছর পহেলা নভেম্বর জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়।

আজ শুক্রবার সকালে বোদা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ ভবনের সামনের থেকে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার নজির

উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়, র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সামনে এসে শেষ হয় ।

পরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়হান উল প্রধান রিয়েল আহ্বায়ক বোদা উপজেলা ছাত্রদল , তসলিম উদ্দিন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বোদা উপজেলা ,মোঃ মানিক ইসলামী আন্দোলন বাংলাদেশ বোদা উপজেলা শাখা, ওমর ফারুক সমন্বয়ক বোদা উপজেলা, মোঃ মাহমুদুল হাসান বাবু সাধারণ সম্পাদক বোদা রিপোর্টার্স ক্লাব।

উল্লেখ্য, অনুষ্ঠান শেষে ৪ জন যুবককে ৩ লাখ ৬০ হাজার টাকা ঋণ এবং ৩০ জন যুববকের মধ্যে প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয় ।

Related Post

Leave a Reply