ঢাকাWednesday , 14 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় শব্দদূষণ রোধে মোবাইল কোর্ট, জরিমানা ও হাইড্রোলিক হর্ন ধ্বংস

Mahamudul Hasan Babu
January 14, 2026 1:28 pm
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:বুধবার (১৪ জানুয়ারি) “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প” এর আওতায় নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে নওগাঁ সদরের কোমাইগাড়ি বাইপাস এলাকায় শব্দদূষণের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ০৪টি পরিবহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় পরিবহনগুলোর নিকট হতে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

অভিযান চলাকালে পরিবহনগুলোতে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। পাশাপাশি শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চালক ও সংশ্লিষ্টদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং পরিবহনগুলোর গায়ে সচেতনতামূলক স্টিকার সংযুক্ত করে দেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল মোবাইল কোর্টে নিয়োজিত ছিল।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন বলেন, “শব্দদূষণ মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। জনসাধারণকে সচেতন করার পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

পরিবেশ দূষণ রোধে সরকারের এ ধরনের উদ্যোগ জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।