এম এম এ রেজা পহেল ধর্মপাশা,মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার কৃতি সন্তান জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলায় অনুষ্ঠিত একক বক্তৃতা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ-এর শিক্ষার্থী মোঃ যোবায়ের শামীম।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বক্তাদের জন্য মঞ্চে উপস্থিত অবস্থায় তাৎক্ষণিকভাবে বক্তৃতার বিষয় নির্ধারণ করা হয়। স্বল্প প্রস্তুতি সময়ের মধ্যেই মোঃ যোবায়ের শামীম বিষয়ভিত্তিক সুসংগঠিত, যুক্তিনির্ভর ও সাবলীল বক্তব্য উপস্থাপন করেন, যা বিচারকমণ্ডলী ও উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।
বিচারকমণ্ডলীর সদস্যরা জানান, তাৎক্ষণিক বিষয়ের ওপর তাঁর গভীর বিশ্লেষণ, আত্মবিশ্বাসী উপস্থাপনা ও ভাষার প্রাঞ্জলতা তাঁকে অন্য প্রতিযোগীদের তুলনায় এগিয়ে রাখে। এসব বিবেচনায় সর্বসম্মতিক্রমে তাঁকে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী হিসেবে ঘোষণা করা হয়।
এই সাফল্যে সুনামগঞ্জ ও ময়মনসিংহ—উভয় জেলাতেই আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। পাশাপাশি আনন্দ মোহন কলেজ পরিবারেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। কলেজের শিক্ষক, সহপাঠী ও শুভা কাংখীরা মোঃ যোবায়ের শামীমকে অভিনন্দন জানিয়ে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
