মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা : পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজ আহমেদ বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত টাকা ঘুষ আদায় করছেন নায়েব ফিরোজ।বাংলাদেশ সরকার ভূমির নামজারির ফি ১ হাজার ১৫০ টাকা নির্ধারণ করলেও তিনি সর্বনিম্ন ৬ হাজার টাকা নির্ধারণ করেছেন। আর অশিক্ষিত মানুষের কাগজপত্রে ত্রুটি না থাকলেও তিনি ভুল বুঝিয়ে দিলপাশারের সুবল কাছ থেকে ৩৪ হাজার টাকা আদায় করছেন বলে এমন অভিযোগ করেছেন ভুক্ত ভুগি সুবল ঘোস। সুবল বলেন আমার কাছ থেকে ৩৪হাজার টাকা ও ৫কেজি ঘি নিয়েছে কিন্তু কাজ করে দেয়নি টাকা ও ফেরত দেয়নি। ভুক্তভোগী সুবল ঘোস আরও বলেন নায়েব ফিরোজ নাকি তাকে বলেছে ২০০০০ সহকারী কমিশনার ভূমির আর চৌদ্দ হাজার তার তিনি ভূমিক কর্মকর্তার কাছে আসলে জানতে পারে ভূমিক কর্মকর্তাকে কোন টাকা দেয়নি সম্পূর্ণ টাকা সে নিজেই আত্মসাৎ করেছে । তিনি দিলপাশার ভূমি অফিসে যোগদান করার পর ২মাসের মধ্যে শুধু জমির নামজারিতে ঘুষ-বাণিজ্য করেছেন প্রায় ৩ লাখ টাকা। এখন তার মাসিক ঘুষ-বাণিজ্যের টাকার পরিমাণ প্রায় ২ থেকে ৩ লাখ টাকা তার নিজস্ব দালাল রাখা আছে বলে অভিযোগ উঠেছে।সামান্য ভুল থাকলেও জমির মালিকদের কাছ থেকে নিজে অতিরিক্ত টাকা আদায় করছেন। কেউ টাকা না দিলে তিনি কোনো কাজই করেন না এবং কাগজপত্র তালাবদ্ধ করে রেখে দেন। ভূমি উন্নয়ন কর গ্রহণে তিনি কয়েক গুণ টাকা নিয়ে থাকেন। এই ভূমি অফিসের চৌকাঠ পেরুলেই ভূমি কর্মকর্তা ফিরোজ নিজের করা আইন মানতে হয় সেবা নিতে আসা সাধারণ মানুষকে।এসব প্রসঙ্গে নায়েব ফিরোজ বলেন, ‘আমার কাছে টাকা নিয়ে আসছিলো আমি নিয়েছি পড়ে ফেরত দিয়েছি । এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভাঙ্গুড়া উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল বলেন, নায়েব ফিরোজ বিরুদ্ধে যদি এমন কোনো অভিযোগ থাকে, তাহলে আইনের আওতায় এনে তার শাস্তির ব্যবস্থা করা হবে।
