মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা পাবনার ভাঙ্গুড়া উপজেলার পরমান্দপুর গ্রামের সরদার জয়নুল আবেদীন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে তীব্র হিমেল হাওয়ার দাপট, শীত ও ঘনকুয়াশায় নাকাল জনজীবন। তীব্র শীতে জড়োসড় হয়ে পড়েছে জেলার হতদরিদ্র মানুষ। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষকে উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছে প্রয়াত শিক্ষাবিদের নামে গঠিত সরদার জয়নুল আবেদীন ফাউন্ডেশন ।শুক্রবার সকাল ১০টায় পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকায় শীতার্ত মানুষের মাঝে ফাউন্ডেশনের পক্ষে কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন জয়নুল আবেদীনের স্ত্রী মোছা. মুসলিমা খাতুন । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরমান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান সবুজ,অনুষ্ঠানটি পরিচালনা করেন পরমান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নাসিম ।এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুরা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মেহেদী হাসান দপ্তর সম্পাদক হাফিজুর রহমান ,সদস্য হাসিনুর রহমান ।আরো উপস্থিত ছিলেন সরদার জয়নুল আবেদীন ফাউন্ডেশন এর সদস্য মোছা. রেহেনা খাতুন মোছা.রোকসানা খাতুন , মোছা . সুফিয়া খাতুন.সহ ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের কর্মীরা।কনকনে শীতের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে শীতার্তরা উচ্ছ্বসিত হন। তারা আবু খালেদ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান ও ফাউন্ডেশনের সঙ্গে জড়িতদের জন্য দোয়া করেন।কম্বল নিতে আসা নুরজাহান বলেন, অসহায় মানুষ আমরা। শীতে অনেক ঠান্ডা লাগে। কম্বল কোথায় পাব, তা জানা ছিল না। একদিন রাতে সরদার জয়নুল আবেদীন ফাউন্ডেশনের সদস্যরা আমার বাসায় আসে আমাকে একটা কার্ড দেয় এই কার্ড নিয়ে আজ আমি কম্বল পেয়েছি। সেটি নিয়ে কিছুটা হলেও শান্তিতে থাকব। এভাবে আমাদের পাশে এসে দাঁড়াবে, তা কখনো ভাবিনি।কম্বল নিতে আসা রামনগর গ্রামের মোছা . রিজিয়া বলেন, আমাদের মতো দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি আবু খালেদ পাঠান ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। এই সংগঠনের মাধ্যমে আজ আমরা এ সুযোগ সুবিধাগুলো পাচ্ছি।ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদ রানা বলেন, তীব্র শীতে জবুথবু মানুষের পাশে দাঁড়াতে তিনি ভাঙ্গুড়া উপজেলার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। এছাড়া অন্যান্য উপজেলার শীতার্তদের মাঝেও তিনি শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে নিয়েছেন।
