আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উদ্যোগে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে সচেতনতা বিষয়ক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ শুক্রবার দুপুর থেকে রাত ৭ ঘটিকা পর্যন্ত গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে অভিযান চালানো হয়। জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন। বিকেলে গাংনী পৌর শহরের কাথুলী মোড়ে অবৈধ মোটরসাইকেল , হেলমেটবিহীন এবং ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটর সাইকেল আরোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় গাংনী থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) উত্তম কুমার দাশ অভিযানে সঙ্গীয় ফোর্স নিয়ে সহযোগিতা করেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, অবৈধ মোটরসাইকেল , হেলমেটবিহীন এবং ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটর সাইকেল আরোহীদের বিরুদ্ধে ৭ টি মামলা ও ১টি গাড়ির বিপরীতে জরিমানা আরোপ করা হয়।
