ঢাকাSaturday , 17 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছার সাবেক ইউএসই অফিসার এএসএম জিল্লুর রশীদ অবসরের যাওয়ার পূর্বেও জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ

Mahamudul Hasan Babu
January 17, 2026 8:20 am
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ইউএসইও) এএসএম জিল্লুর রশীদ আগামী ০১ ফেব্রুয়ারী অবসরের যাওয়ার পূর্বেও জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তিনি মশিয়ূর রহমান আইন মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কেরামত আলী বিশ্বাস ও মিসেস আমিনা সুলতানার জৈষ্ঠপুত্র।
২০০৪-১২ ও ২০১৮-২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত মোট ১২ বছর ঝিকরগাছা উপজেলায় দায়িত্বে থেকে ২৮টি বছর চাকরি জীবন অতিবাহিত করে ব্যাপক সাফল্যতা অর্জনের ফসল হিসেবে এবার জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করে কেশবপুর উপজেলার বদলী হন। তারপর ২০২৫ খ্রিষ্টাব্দে মনিরামপুর উপজেলা সহ অতিরিক্ত দায়িত্বে শার্শা উপজেলায় বর্তমানে কর্মরত আছেন। ঝিকরগাছা উপজেলায় কর্তব্যরত থাকাকালীন সময়ে ঝিকরগাছা বিএম হাই স্কুল, পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার উন্নয়ন ও  বাকবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ঝিকরগাছার শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতি, বিজ্ঞান, খেলাধুলার উন্নয়ন অগ্রগতিতে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার সময়ে তার অনুপ্রেরণা ও নির্দেশনায় ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় দেয়ালিকা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে শিক্ষা, সাহিত্য, সংষ্কৃতি, বিজ্ঞান, ক্রীড়ায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে।
তিনি ১৯৯৪ সাল থাকে বিভিন্ন উপজেলায় অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে এই দায়িত্ব পালন করে আসছেন। সরকারি রুটিন দায়িত্বের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে স্থানীয়ভাবে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকেন যা স্থানীয় শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের কাছে প্রসংসনীয়। তার কার্যকালে সংশ্লিষ্ট উপজেলার শিক্ষার উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতি, বিজ্ঞান শিক্ষার চর্চা ও উন্নয়নে তার চেষ্টা ও উদ্যোগ অনুসরনীয়। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে যশোর জেলা পর্যায়ে ৫ম (২০১৯, ২২, ২৩, ২৪, ২৬) এবং খুলনা বিভাগীয় পর্যায়ে ২য় বারের (২০২৪, ২৬) মত শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন। অত্যন্ত শিক্ষানুরাগী মানুষ হিসাবে তিনি শিক্ষার মানোন্নয়নে নিবেদিতপ্রাণ হয়ে দীর্ঘ প্রায় ৩১ বছর চাকুরী শেষে আগামী ০১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিষ্টাব্দে অবসর গ্রহণ করবেন।
উল্লেখ্য, তিনি নিজ জন্মস্থানে নিজ উদ্যোগ ও অর্থায়নে বাবা মায়ের নামে আমিনা কেরামত আলী বিশ্বাস ড্রিম স্কুল নামে একটি মানসম্মত স্বপ্নের  শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যেখানে উন্নত মানসম্মত শিক্ষার জন্য প্রচেষ্টা চলছে।