ঢাকাSaturday , 17 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর করে তুলতে প্রস্তুত দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

Mahamudul Hasan Babu
January 17, 2026 12:03 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর করে তুলতে দিনাজপুর জেলার ৪টি নির্বাচনী আসনে প্রস্তুত রয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
নির্বাচনী আসন গুলো হল- দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল), দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ), দিনাজপুর-৩ (দিনাজপুর সদর) এবং দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর)। এই ৪টি আসনের নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

তারই ধারাবাহিকতায় নির্বাচনকে কেন্দ্র করে আগাম প্রস্তুতির অংশ হিসেবে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ইতোমধ্যে ব্যাপক প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করেছে। এর মধ্যে ৬টি পর্বে নির্বাচন প্রস্তুতিমূলক প্রশিক্ষণ, ২টি পর্বে নির্বাচন প্রস্তুতিমূলক সতেজকরণ প্রশিক্ষণ পরিচালনা করা হয়েছে। পাশাপাশি ২৮ ডিসেম্বর ২০২৫ হতে ২০ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত পরিস্থিতিগত প্রশিক্ষণ অনুশীলন (এসটিএক্স) চলমান রয়েছে। নির্বাচনকালীন পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গত ১২ নভেম্বর ২০২৫ তারিখে একটি রায়োট কন্ট্রোল মহড়াও সফলভাবে পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ৪২ বিজিবি জানায়, প্রশিক্ষণ ও অনুশীলনের পাশাপাশি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় হতে হালনাগাদ ভোটার তালিকা, প্রার্থীদের তালিকা এবং অধিক ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্রের তথ্য সংগ্রহ করা হয়েছে। দিনাজপুর জেলার ৪টি নির্বাচনী আসনের সর্বমোট ৫০৪টি ভোটকেন্দ্র রেকি সম্পন্ন করা হয়েছে এবং নির্বাচনী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৭টি বেস ক্যাম্প স্থাপনের স্থান নির্ধারণ করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিয়মিতভাবে মনিটরিং করা হচ্ছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বদ্ধ পরিকর। সকল ভোটার যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে।