ঢাকাSaturday , 17 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রদীপ বাজার তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের মাদক বিরোধী ফাইনাল খেলা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
January 17, 2026 2:23 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার: “মাদককে না বলি, মাঠে গিয়ে ফুটবল খেলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৭ জানুয়ারি) প্রদীপ বাজার মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে চন্দ্রখানা স্পোর্টিং ক্লাব ও গঙ্গারহাট স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রদীপ বাজারে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত প্রদীপ বাজার তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
হাড্ডাহাড্ডি ও উত্তেজনাপূর্ণ লড়াই শেষে চন্দ্রখানা স্পোর্টিং ক্লাব ৩–০ গোলে গঙ্গারহাট স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান মুক্তার সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক এইচ. এম. বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মাহফুজুল হক সুমন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক অমল চন্দ্র রায়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফুলবাড়ী ইউনিয়ন শাখার আহ্বায়ক জামাল উদ্দিন,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফুলবাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড
সভাপতি জাহিদুল ইসলাম,আজিজুল হক, মাসুদ রানাসহ আরো অনেকে।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পুরো আয়োজনটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।