ঢাকাFriday , 1 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের বঞ্চিত করে বিদ্যালয় ল্যাবে প্রকল্পের প্রশিক্ষণ 

Mahamudul Hasan Babu
November 1, 2024 4:32 pm
Link Copied!

রবিউল এহ্সান রিপনঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের দুটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শেখ রাসেল ডিজিটাল ল্যাব দখল করে প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্র বানানো হয়েছে। এতে করে এই প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা ল্যাবে কোন ধরনের ক্লাস করতে পারছেন না৷ শিক্ষার্থীদের ল্যাবের হাতে কলমে শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলার পৌরশহরের সি এম আইয়ুম বালিকা উচ্চ বিদ্যালয় ও ইসলাম নগর উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে প্রশিক্ষণ চলছে। সে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় হার পাওয়ার প্রকল্পের প্রশিক্ষণার্থী গণ৷ চলতি বছরের শুরু থেকে সকাল ও বিকাল প্রশিক্ষণ চলছে ল্যাব গুলোতে৷ এতে ল্যাবে হাতে-কলম শিখতে পারছেন না শিক্ষার্থীরা৷ যদিও প্রকল্পের নিয়ম অনুযায়ী ভেন্ডর প্রতিষ্ঠান প্রশিক্ষণ কেন্দ্র সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন৷
সি এম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাহসীন মীম বলেন, প্রকল্পের প্রশিক্ষণ আমাদের ল্যাবগুলোতে চলছে। আমরা এ বছরে কোনকিছু শিখতে পারিনি। আমাদের স্যারদেরকে অনেকবার বলেছি কোন পদক্ষেপ নেন নি৷ আমাদের স্কুল জীবন শেষ হয়ে যাচ্ছে। অথচ আমরা যে এ বছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কিছু শিখতে পারলাম না৷ এর দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।
ইসলাম নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী গালিব মাহমুদ বলেন, ষষ্ঠ থেকে দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই রয়েছে৷ আমাদের বিদ্যালয়ে শুধু ক্লাসে পাঠদান করানো হয়৷ ব্যবহারিক ক্লাস ল্যাবে হওয়ার কথা থাকলেও ল্যাবে আমাদের পাঠদান করানো হয়। আমরা কোনকিছু শিখতে পারছি না৷
সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদয়ালয়ের আইসিটি শিক্ষক হুমায়ুন কবির বলেন, এ বছরে আমরা ল্যাবে পাঠদান করাতে পারিনি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি হাতে কলমে শেখার বিষয়। ল্যাবগুলোতে ক্লাস না হবার কারনে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন। এটি দ্রুত সময়ের মধ্যে সমাধান করা উচিত৷
সি এম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীপেন্দ্র নাথ ঝা বলেন, জেলা প্রশাসন থেকে আমাদের অবহিত করার পরে আমরা আমাদের ল্যাব প্রশিক্ষণের জন্য দিয়েছি। উনারা সকাল থেকে দুপুর আর দুপুর থেকে বিকাল পর্যন্ত দুটি শিফটে ক্লাস নেন৷ এতে করে আমাদের শিক্ষার্থীরা ক্লাস করতে পারেন না৷ আমরা বিষয়টি তাদেরকে জানিয়েছি৷
বিষয়গুলো সম্পর্কে জানার জন্য কয়েকবার ভেন্ডর প্রতিষ্ঠান বেবিলনের সাথে মুঠোফোন ও সরাসরি  যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি৷
জেলার সদর উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, আমরা শুধু প্রশিক্ষণ তদারকি করে থাকি। বাকী সব কাজ ভেন্ডর প্রতিষ্ঠান গুলো করে থাকেন৷ তবে শিক্ষার্থীরা যাতে ল্যাব ক্লাস থেকে বাদ না পড়েন আমরা সে বিষয়টি কর্তৃপক্ষকে জানাব৷
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, বিদ্যালয়ের ল্যাবগুলো থেকে সবচেয়ে বেশি ও প্রথম সুবিধা পাওয়ার কথা শিক্ষার্থীদের। তাদের বঞ্চিত করে প্রশিক্ষণ প্রদানের সুযোগ নেই৷ জেলায় আমি নতুন ও বিষয়টি সবেমাত্র জানলাম৷ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।