ঢাকাSunday , 18 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে দেয়ালে চিরকুট লাগিয়ে বিএনপি নেতাকর্মীদের হত্যার হুমকি দেয়ার অভিযোগ

Mahamudul Hasan Babu
January 18, 2026 7:24 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে দেয়ালে চিরকুট লাগিয়ে বিএনপি নেতাকর্মীদের হ’ত্যার হু’মকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে জোড়পুকুরিয়া গ্রামের দালালপাড়া এলাকার একটি দোকানের দেয়ালে একটি চিরকুট লাগিয়ে রাখা হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীরা ওই চিরকুটের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন।

চিরকুটটিতে প্রথমে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা থাকলেও পরের অংশে কয়েকজন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে হুমকিমূলক বক্তব্য দেওয়া হয়। তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন, বিএনপি নেতা হাফিজুল ইসলাম এনামুল হক বেলু, সেন্টু, মহিবুল ইসলাম, রফিকুল ইসলাম, মিঠুন ও জিকো।

চিরকুটে লেখা ছিল, “তোরা আমাদের গ্রাম ছাড়া করেছিস, আমরা তোদের দুনিয়া ছাড়া করব।”

এ ঘটনায় নাম উল্লেখ করা বিএনপি নেতাকর্মীরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা জানান, এর আগেও একই পক্ষের লোকজন অন্তত তিনবার হুমকি দিয়েছিল। সর্বশেষ এই চিরকুটের ঘটনায় তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।