ঢাকাSunday , 18 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার

Mahamudul Hasan Babu
January 18, 2026 3:33 pm
Link Copied!

এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার তিতাসে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বলরামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম- আহ্বায়ক ও কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।গত শনিবার(১৭ জানুয়ারি)সন্ধ্যা ৭ টায় তিতাস উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. আবুল খায়ের ভূইয়া (টিপু) ও ০১নং যুগ্ম-আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তিতাস উপজেলা শাখা (কুমিল্লা উত্তরের)দলীয় প্যাডে স্বাক্ষরিত আদেশে বলরামপুর ইউনিয়ন যুবদল শাখার যুগ্ম- আহ্বায়ক এ কে এম শামীম ও কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. হাবিব সরকারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে তাদের দুই জনকে বহিষ্কার করা হয়েছে।জানা যায়, বলরামপুর ইউনিয়ন যুবদল শাখার যুগ্ম- আহ্বায়ক এ কে এম শামীম ও কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. হাবিব সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে অবস্থান নিয়ে প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হয়েছে—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
লিখিত আদেশে আরো বলা হয়, এ কে এম শামীম ও মো. হাবিব সরকারকে যুবদলের সাধারণ সদস্য পদসহ সকল পর্যায়ের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, তারা দুইজন দীর্ঘদিন ধরে দলের পক্ষে অবস্থান না নিয়ে দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

এ বিষয়ে তিতাস উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম- আহ্বায়ক মো. আবুল খায়ের ভূইয়া (টিপু) ও ০১নং যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকার বলেন- বহিষ্কার সংক্রান্ত আদেশের অনুলিপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) এর দায়িত্বরত অধ্যক্ষ সেলিম ভূইয়া,তিতাস উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে।তারা আরও বলেন,দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক শক্তি সুসংহত রাখতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।