এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণ সভা, দোয়া মাহফিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিনব্যাপী বিরল শহীদ মিনার চত্ত¡রে এই স্মরণ সভা, দোয়া মাহফিল ও কর্মী সমাবেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিরল উপজেলার প্রয়াত ত্যাগী ও পরীক্ষিত নজমুল ইসলাম সরকার, আলহাজ্ব আব্দুল বাসেদ, মোতাহার আলী, আব্দুর রফিকসহ প্রয়াত সকল নেতৃবৃন্দের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ।
বিরল পৌর শাখা জিয়া পরিষদের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আক্কারুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন, জিয়া পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, জিয়া পরিষদ বিরল উপজেলা শাখার সভাপতি প্রভাষক ও সাইকোলোজিস্ট মোস্তফা কামাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিরল উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক নুর জামাল হোসেন (সোনাহার)সহ জিয়া পরিষদের মিনহাজ মিন্টু, শাহ্ আলম মানিক ও সুরত আলী এবং বিরল উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়া পরিষদের জামাল হোসেন, শাহ আলম মানিক ও আব্দুল মতিন সরকার।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
