মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার : শুক্রবার (১৬ জানুয়ারি,২৬) কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের প্রথম বার্ষিক সাধারণ সভা প্রতিষ্ঠানের হল রুমে অনুষ্ঠিত হয়। পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।পবিত্র গীতা পাঠ করেন উপদেষ্টা সাবেক শিক্ষক দেবদাস বর। এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।নান্দনিক সাজসজ্জার আবহে সারাদিনব্যাপী বার্ষিক সাধারণ সভা প্রাণবন্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
সভায় সভাপতিত্ব করেন অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি সুধাংশু কুমার গায়েন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক দীপক বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন সভাপতি সুধাংশু কুমার গায়েন। পরিচিতি পর্বের পর নব গঠিত অ্যালামনাই এসোসিয়েশনের খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করেন গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক এডভোকেট গৌরাঙ্গ বসু। প্রাণবন্ত আলাপ- আলোচনার পর কিছু বিষয় সংমার্জন ও সংযোজন করে উপস্থাপিত গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।এরপর মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। মধ্যাহ্ন ভোজের আয়োজনে সবাই সন্তোষ প্রকাশ করেন।
দ্বিতীয় পর্বে কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা উপস্থাপন করা হয়। এরপর অ্যালামনাই এসোসিয়েশনের বিদগ্ধ অ্যালামনাই সদস্যদের দিক নির্দেশনামূলক বক্তব্য শুরু হয়। দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন অ্যালামনাই এসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা দেবদাস বর, উপদেষ্টা সাবেক প্রোকৌশলী রবীন্দ্রনাথ গায়েন, উপদেষ্টা অধ্যাপক বিপুল কুমার বিশ্বাস, উপদেষ্টা অধ্যক্ষ ডক্টর রসময় কির্ত্তনীয়া, উপদেষ্টা পরিচালক ডক্টর তপন বাগচী,উপদেষ্টা কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস,উপদেষ্টা শিক্ষক বিপুল কুমার গায়েন, উপদেষ্টা অধ্যক্ষ মৃণাল গায়েন, উপদেষ্টা সহকারী অধ্যাপক বিপুল কুমার কির্ত্তনীয়া, উপদেষ্টা শিক্ষক নন্দলাল গায়েন প্রমূখ।
গঠনতন্ত্র বিষয়ে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন উপদেষ্টা সাবেক প্রোকৌশলী রবীন্দ্রনাথ গায়েন, উপদেষ্টা শিক্ষক অভিজিৎ বর, সহ-সভাপতি শিক্ষক অনন্ত সন্ন্যাসী, সহ-সভাপতি শিক্ষক লালচাঁদ গাইন,অ্যালামনাই সজল বিশ্বাস, উপদেষ্টা অধ্যাপক বিপুল কুমার বিশ্বাস, অধ্যক্ষ ডক্টর রসময় কির্ত্তনীয়া, উপদেষ্টা শিক্ষক বিপুল কুমার গায়েন প্রমূখ অ্যালামনাই ।অনুষ্ঠান শেষে কদমবাড়ী উচ্চ বিদ্যালয়ের(ষষ্ঠ-এসএসসি) কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
