আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ‘দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ’ এবারের প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় যুব দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা ও সনদ পত্র এবং ক্রেষ্ট বিতরণ এবং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভা কক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।
গাংনী উপজেলা যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালি উত্তর আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. আরিফুল ইসলাম, উপজেলা সহকারী মৎস্য অফিসার মাহফুজুর রহমান, গাংনী থানার সেকেন্ড অফিসার এস আই আব্দুল গাফফার , গাংনী উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামান (অতিরিক্ত দায়িত্ব), বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুজাহিদুল ইসলাম , গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
আলোচনা সভার শুরুতেই যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম, যুব দিবস পালনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, গাংনী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
এসময় গাংনী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান সাইদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সফল যুব উদ্যোক্তা আব্দুল হালিম, জাহাঙ্গীর হোসেন,মুকুল সেবা ও যুব সংঘের সেক্রেটারী বদরুদ্দোজা মুকুল, বকুল, নূর ইসলাম, ইমরুল কায়েস মিন্টু, ফরিদা পারভীন,শিউলী মন্ডল,হোমিও ডাক্তার রফিকসহ যুব সংগঠনের সদস্যবৃন্দ প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সংগঠনের শতাধিক উদ্যোক্তা ও আত্মকর্মী যুব ও যুব মহিলা অংশগ্রহন করে।
পরে যুব সংগঠনের সফল এবং সেরা উদ্যোক্তা জাহাঙ্গীর হোসেন, সফল সংগঠক বদরুদ্দোজা মুকুল, শ্রেষ্ঠ আত্মকর্মী ইমরুল কায়েস, আব্দুল হালিম, বকুলের হাতে সনদ পত্র ও ক্রেষ্ট বিতরণ করা হয়।
সবশেষে ৫ দিন ব্যাপী সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়।