সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁ জেলার নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নে প্রবাসী কমিউনিটি শৈলগাছী ইউনিয়ন (PCSU), নওগাঁ শাখার উদ্যোগে সোমবার (১৯ জানুয়ারি) দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং কিছু অসহায় পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ২০২৬ উপলক্ষে আয়োজিত এই মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সাবেক কর্মকর্তা ও নোভা ফাউন্ডেশন বগুড়ার সাধারণ সম্পাদক মো. নাজমুস শাকিব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাব-প্রবাসী কমিউনিটি শৈলগাছী ইউনিয়নের সম্মানিত সভাপতি আলহাজ্ব মো. শরিফুল ইসলাম (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, রামরায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়)।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাব-প্রবাসী কমিউনিটি শৈলগাছী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মুসলিম উদ্দিন মন্ডল (পল্লী চিকিৎসক ও বিশিষ্ট সমাজসেবক)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মন্ডল, শৈলগাছী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আকবর আলী। আরো উপস্থিত ছিলেন, শৈলগাছী ইউনিয়নের ইউপি সদস্য বেদারুল ইসলাম, সমাজসেবক বাবর আলী, আলহাজ্ব আবুল কাশেম, ইউপি সদস্য আজিজার রহমান, নাসির উদ্দিন এবং স্বপন হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ মোঃ ওয়াহেদ (সাবেক স্বাস্থ্যকর্মী), মাওলানা মোঃ সেকেন্দার স্যার (সাবেক সহকারী শিক্ষক, শৈলগাছী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়), মাওলানা মোঃ সিরাজুল ইসলাম (পেশ ইমাম, উত্তরপাড়া জামে মসজিদ) সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী কমিউনিটি শৈলগাছী ইউনিয়ন (PCSU) প্রবাসে অবস্থানরত সদস্যদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শীতবস্ত্র ও আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগীরা PCSU-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
