ঢাকাMonday , 19 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে স্কুল ছাত্রী সুরাইয়া হত্যার রহস্য উন্মোচন দুই আসামি গ্রেফতার

Mahamudul Hasan Babu
January 19, 2026 1:17 pm
Link Copied!

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা : পাবনার ফরিদপুর উপজেলায় স্কুলছাত্রী সুরাইয়া খাতুনকে হত্যার পর মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়েছিল—এমন চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের চাচাতো বোন ও তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, নিহত সুরাইয়া খাতুন এবং আসামি ডালিয়া সম্পর্কে চাচাতো বোন। ডালিয়ার স্বামী আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং নিয়মিত কাজ করতে অক্ষম ছিলেন। সীমিত আয়ের সংসারে আর্থিক সংকট থেকেই তারা ভিকটিমের দাদা-দাদির কাছ থেকে ভয় দেখিয়ে অর্থ আদায়ের পরিকল্পনা করেন।

পুলিশ জানায়, ভিকটিমের দাদা-দাদি আর্থিকভাবে স্বচ্ছল এবং সহজে আতঙ্কিত হন—এমন ধারণা থেকে আব্দুল লতিফ ও তার স্ত্রী ডালিয়া পূর্বপরিকল্পিতভাবে একটি ভুয়া অপহরণের ছক আঁকেন। পরিকল্পনার প্রাথমিক ধাপে সুরাইয়াকেও যুক্ত করা হয়েছিল।

ঘটনার দিন ১৩ জানুয়ারি ২০২৬ সন্ধ্যার পর ডালিয়া তার বাবার বাড়িতে যাওয়ার কথা বলে সুরাইয়াকে নিয়ে কাজিটোল এলাকায় যান। সেখানে আব্দুল লতিফ তাদের সঙ্গে যোগ দেন। পরে জমির ভেতর দিয়ে হেঁটে তারা ফরিদপুর থানাধীন জন্তিহার গ্রামের একটি পরিত্যক্ত ঘরে পৌঁছায়।

সেই ঘরেই খাবারের সঙ্গে কৌশলে সুরাইয়াকে আনুমানিক ১০টি ঘুমের ওষুধ খাওয়ানো হয়। এরপর ডালিয়া ও আব্দুল লতিফ সুরাইয়াকে সেখানে রেখে নিজ নিজ বাড়িতে ফিরে যান। রাত গভীর হলে পুনরায় সেখানে গিয়ে তারা দেখতে পান, সুরাইয়ার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেছে।

ঘটনাটি গোপন করতে এবং ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে তারা সুরাইয়ার হাত-পা বেঁধে একই রাত আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে মরদেহটি নিকটস্থ একটি পুকুরে ফেলে দেন বলে পুলিশ জানায়।

পরবর্তীতে ১৭ জানুয়ারি ২০২৬ আব্দুল লতিফের ব্যবহৃত একটি মোবাইল সিম থেকে ভিকটিমের দাদার সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন—আব্দুল লতিফ পিতা: রেজাউল প্রামানিকএবং তার স্ত্রী ডালিয়া। তাদের বাড়ি পাবনার ফরিদপুর থানার জন্তিহার গ্রামে।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।