ঢাকাMonday , 19 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত প্রার্থী মুফতি আমির হামজাকে ভাঙ্গুড়ায় অবাঞ্ছিত ঘোষণা

Mahamudul Hasan Babu
January 19, 2026 1:17 pm
Link Copied!

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা: বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে ভাঙ্গুড়া থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।এই ঘোষণা দিয়েছেন ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার ও সাবেক ছাত্রদলের নেতা শামীম।
রবিবার রাত ৮টার দিকে তিনি তার এক সাক্ষাৎকারে বলেন, আমির হামজা তার বিকৃত বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত ভাঙ্গুড়া থেকে অবাঞ্চিত ঘোষণা করা হলো।
পোস্টটি মূহুর্তেই ভাইরাল হয়ে যায়, পোস্টের কমেন্টে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থন করে মন্তব্য করেন।এ ব্যাপারে মুঠোফোনে লিখন সরকার কাছে জানতে চাইলে তিনি জানান, আরাফাত রহমান কোকো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বিকৃত, কুরুচিপূর্ণ বক্তব্য ইসলাম কখনোই সমর্থন করে না, তার এই বক্তব্য প্রত্যাহার করা দরকার তাছাড়া আলেম উলামা উপর মানুষের খারাপ মন্তব্য চলে আসবে। ওয়াজ মাহফিল মৌসুমে আমির হামজা ভাঙ্গুড়া ৬ ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ে অসংখ্য মাহফিলে প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে থাকেন। কুষ্টিয়া ও পাবনা পাশাপাশি জেলা হওয়ায় দুই জেলার মানুষের মধ্যে নিয়মিত যাতায়াত ও ব্যবসা বাণিজ্য এবং আত্মীয়তার সম্পর্ক রয়েছে।সে কারণে মুফতি আমির হামজার এই বক্তব্য দুই দেশ জুড়ে ব্যাপক সমালোচনার জম্ম দিয়েছে।