ঢাকাMonday , 19 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে ব্রহ্মপুত্র নদী অবৈধ বালু উত্তোলন দায়ে  তিনজনের ছয় মাসের কারাদণ্ড

Mahamudul Hasan Babu
January 19, 2026 1:55 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরে ইসলামপুর পলবান্ধা ইউনিয়নে ব্রহ্মপুত্র নদী অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে তিনজনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯জানুয়ারি) অবৈধ বালু ও মাটি উত্তোলনের প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয়।
এ সময় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী আব্বাছ আলী (৪৭) বিশু মিয়া (৪০) ও নজরুল ইসলাম (৪০) এই তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) ইফতেখার আলম জানান,জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।