রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরে ইসলামপুর পলবান্ধা ইউনিয়নে ব্রহ্মপুত্র নদী অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে তিনজনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯জানুয়ারি) অবৈধ বালু ও মাটি উত্তোলনের প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয়।
এ সময় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী আব্বাছ আলী (৪৭) বিশু মিয়া (৪০) ও নজরুল ইসলাম (৪০) এই তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) ইফতেখার আলম জানান,জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
