মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা :ইসলামি ছাত্রশিবির ভাঙ্গুরা উপজেলার খানমরিচ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতিষ্ঠান প্রধানদের মাঝে খানমরিচ ইউনিয়ন ছাত্রশিবির এর পক্ষ থেকে প্রকাশনা সামগ্রী বিতরণ করা। শাখা শিবিরের সভাপতি রাসেল রানা ও সেক্রেটারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে বৃদ্ধমরিচ গুরু শিষ্য মডেল স্কুল, মাদারবাড়িয়া উচ্চ বিদ্যালয়,দুধবাড়িয়া দাখিল মাদ্রাসা,ময়দানদিঘি উচ্চ বিদ্যালয়,কচিকন্ঠ প্রিক্যাডেট স্কুল,সুলতানপুর উচ্চ বিদ্যালয়, পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয়, মাদারবাড়িয়া উচ্চ বিদ্যালয়,কচিকন্ঠ প্রিক্যাডেট স্কুল,খানমরিচ বি এম কলেজ,দুধবাড়িয়া দাখিল মাদ্রাসা,কয়ড়া ছারা নাসির আলিম মাদ্রাসা স্কুল কলেজ মাদরাসাগুলোতে শিক্ষা সামগ্রী তুলে দেন।এসময় উপহার প্রাপ্ত শিক্ষকগণ এমন উদ্যোগের প্রশংসা করেন।
