ঢাকাWednesday , 21 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহম্মদপুরে দোয়া মাহফিল

Mahamudul Hasan Babu
January 21, 2026 11:37 am
Link Copied!

স্টাফরিপোর্টার।। মাগুরার মহম্মদপুর সদর ইউনিয়নের রায়পুর মধ্যেপাড়া দরগা মাঠে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি মহম্মদপুর সদর ইউনিয়ন কৃষকদলের আয়োজনে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী। বক্তব্যে তিনি বলেন,“মহম্মদপুর মাগুরার মধ্যে সবচেয়ে অবহেলিত উপজেলা। এই উপজেলাকে উন্নতির পথে এগিয়ে নিতে আমরা সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চাই। নিরাপদ জনপদ গড়ে তোলার জন্য বিএনপি ছাড়া অন্য কোনো দল সক্ষম নয়। সকল ধর্ম ও বর্ণের মানুষ বিএনপির কাছে নিরাপদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. মোজাফ্ফর হোসেন,মো.মহিদুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরিফুজ্জামান মিল্টন,সদস্য-সচিব মো.জাহিদুল ইসলাম রানু,জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো.জাহিদুল ইসলাম টুটুল,স্বেচ্ছাসেবক দলের নেতা ফারুক রেজা লেলিন,ছাত্রদলের নেতা মেহেদী হাসান রাজিব,ইব্রাহিম সর্দার শাকিল,কৃষক দলের ইউনিয়ন সভাপতি মো.ওবাইদুর রহমান প্রমূখ।
পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের পাশাপাশি দেশ ও জাতির শান্তি,সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো.মুরাদ হোসেন। দোয়া ও মোনাজাতে কয়েকটি গ্রামের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।