ঢাকাWednesday , 21 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা কর্ণফুলীতে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ

Mahamudul Hasan Babu
January 21, 2026 11:35 am
Link Copied!

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দৈনিক ইনফো বাংলা সাংবাদিক সরওয়ার রানা’র ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে কর্ণফুলীতে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

হামলার শিকার সাংবাদিক মো. সরোয়ার হোসেন (৩৮) দৈনিক ইনফো বাংলা পত্রিকার সংবাদকর্মী। তিনি কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ঘটনার পর তিনি কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কলাতলী এলাকায় আপন সাহেবের মাঠসংলগ্ন একটি চায়ের দোকানের সামনে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মো. শাহজাহান (৫২), তার ছেলে মো. মুন্না (২০) ও মো. রেজভী (১৯) সাংবাদিক সরোয়ার হোসেনকে অশ্লীল ভাষায় গালাগাল করেনকরেন। এ সময় তিনি প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাকে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলা জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় অভিযুক্তরা সাংবাদিক সরোয়ার হোসেন ও তার পরিবারের সদস্যদের গুরুতর ক্ষতি করার হুমকি দেন। ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা। মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী সাংবাদিক মো. সরোয়ার হোসেন, দৈনিক সাঙ্গু মাল্টিমিডিয়া প্রতিনিধি বেলায়েত হোসেন, দৈনিক পূর্বদেশ প্রতিনিধি মো. আয়াজ, দৈনিক আজাদী প্রতিনিধি মো. মহিউদ্দিন, দৈনিক সমকাল প্রতিনিধি আকরাম রানা, দৈনিক বায়জিদ প্রতিনিধি মনসুর আলম মুরাদ, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. জাবেদ, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আকাশ শীলসহ অন্যান্য সাংবাদিক নেতারা।

বক্তারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে কর্ণফুলী থানায় করা জিডির নম্বর ১১০৫, তারিখ ২০ জানুয়ারি ২০২৬। কর্ণফুলী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।