স্টাফরিপোর্টার।। মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের ভেতর থেকে ফের পল্লী সঞ্চয় ব্যাংক মহম্মদপুর শাখায় কর্মরত মাঠ সহকারি মো:জিল্লুর রহমানের একটি মোটরসাইকেল চুরি হয়েছে। মঙ্গলবার বিকেল এ ঘটনা ঘটে। (ক্লোজড সার্কিট ক্যামেরার) ফুটেজে দেখা যায়,মুখোশধারী ওই ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে যাচ্ছেন।
পল্লীসঞ্চয় ব্যাংক ও পুলিশ সূত্রে জানাগেছে,বাজাজ কোম্পানির বাজাজ ডিসকভারি ১২৫ সিসির মডেলের লাল কালো রঙের মোটরসাইকেলটি মহম্মদপুর শাখায় কর্মরত মাঠ সহকারি মো:জিল্লুর রহমানের। উপজেলা পরিষদের ভেতর পল্লী সঞ্চয় ব্যাংক সংলগ্ন দক্ষিন পাশের নিজস্ব গ্যারেজে মোটরসাইকেলটি তালাবদ্ধ অবস্থায় ছিল।
মাঠ সহকারি মো: জিল্লুর রহমান অফিসিয়াল কাজ সেরে আসতে আসতেই গ্যারেজ থেকে মাস্ক পড়া এক ব্যক্তি তালা ভেঙে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
এর আগেও পল্লীসঞ্চয় ব্যাংকের আরেক মাঠ সহকারি মো: ওবাইদুর রহমানের মোটর সাইকেল টি একই ভাবে চুরি হয়েছিল। দীর্ঘসময় পার হলেও সেই মোটরসাইকেল টি’র ও কোন সন্ধান করতে পাওয়া যায়নি।মহম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়।ডায়েরীর পর তাৎক্ষনিক ভাবে পুলিশ সিসিটিভির (ক্লোজড সার্কিট ক্যামেরা) ফুটেজ সংগ্রহ করেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশফুজ্জামান বলেন- আমরা সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভির (ক্লোজড সার্কিট ক্যামেরা) ফুটেজ সংগ্রহ করেছি,মোটরসাইকেল টি উদ্ধারে কাজ শুরু করেছি,চেষ্টা চলছে।
