ঢাকাWednesday , 21 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় ডাকাতি ঠেকাতে বাঁশের বেড়িকেট ভরসা

Mahamudul Hasan Babu
January 21, 2026 11:42 am
Link Copied!

মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:  পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে নদীর মাঝে বাঁশের বেড়া দিয়েছেন এলাকাবাসী। তারা বলছেন, সম্প্রতি সময়ে নৌ-পথে ওই এলাকায় প্রবেশ করেছে ডাকাত দল। এলাকায় চুরি-ডাকাতি ঠেকাতে তাই নদীর মাঝেই দেওয়া হয়েছে এই বেড়া।
নদীর মাঝে বেড়া দেওয়ার ঘটনাটি ঘটেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার গুমানি নদীতে। এই ঘটনা জানাজানির পর স্থানীয়দের মাঝে নানা আলোচনা সৃষ্টি হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সরেজমিন দেখা গেছে, বেতুয়ান গ্রামের গুমানি নদীর মাঝ অংশে একটির পর একটি বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে বাঁশের বেড়া। একটি অংশে নৌ চলাচলের পথ রাখা হয়েছে।বেতুয়ানের স্থানীয় বাসিন্দা ও ছাত্রদল নেতা আবির বলেন কিছু দিন আগে আমাদের গ্রাম থেকে দুই টা মহিষ ও একটা গরু নিয়ে গেছে।

বেতুয়ান গ্রামের স্থানীয় বাসিন্দা ও দিলপাশার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.শরিফুল ইসলাম সজীব খাঁন জানান, নদীর মাঝ বরাবর বেড়ার বাঁশ-খুঁটি পুঁততে তিন দিন সময় লেগেছে। গত সোমবার সন্ধ্যা পর্যন্ত গ্রামের মানুষ স্বেচ্ছা শ্রম দিয়ে কাজটি করেছে। যাতে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা নৌকাযোগে অবাধে এলাকায় প্রবেশ করতে না পারে।সম্প্রতি উজানে উপজেলার অষ্টমণিষা বাজারে সোনার দোকানে ডাকাতি ও কয়েকটি পৃথক গরু চুরির ঘটনা নৌ-পথেই সংঘটিত হয়। পরবর্তীতে দুর্বৃত্তরা ইঞ্জিন চালিত নৌকাযোগে গুমানি নদী দিয়ে ভাটির দিকে পালিয়ে যায়। এজন্য গ্রামবাসীর উদ্যোগে বাঁশের বেড়াটি দেওয়া হয়েছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নৌ-পথে গরু চুরি ও ডাকাতির ঘটনায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। ফলে তারা গুমানির নদীর মাঝ বরাবর বেড়াটি দেওয়ার উদ্যোগ নেন। তবে দিনে যাতে নৌকা চলাচল বাধাগ্রস্ত না হয়; সেটা দেখাশোনার জন্য  গ্রামবাসীর পক্ষে সার্বক্ষণিক লোক নিয়োগ করা হয়েছে।