মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: এসডিএফ যশোর অঞ্চল এর আওতাধীন মাগুরা জেলা অফিসের আয়োজনে যুব দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: আব্দুল্লাহ আল মাহমুদ জেলা প্রশাসক মাগুরা। এসডিএফ যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় সাহার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বিভিন্ন সরকারি অধিদপ্তরের উপপরিচালকবৃন্দ, প্রশিক্ষণ ও লিংকের প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক আইসিবি, যুব ও কর্মসংস্থান অ্যান্ড জিএ, আঞ্চলিক ব্যবস্থাপক এমইএল এন্ড এমআইএস, জেলা ব্যবস্থাপক মাগুরা, সকল জেলা কর্মকর্তা ও বিভিন্ন গ্রাম সমিতি থেকে উপকারভোগী যুব সদস্যগন সহ প্রমূখ। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য ও কর্মশালার উদ্দেশ্য বিষয়ে আলোচনা করেন আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় সাহা।
কর্মশালায় আরইএলআই প্রকল্পের সার্বিক অগ্রগতি যুব ও কর্মসংস্থান বিষয়ক অগ্রগতি উপস্থাপন করেন জেলা ব্যবস্থাপক মো. জাকির হোসেন। তিনি বলেন, এসডিএফ মাগুরা জেলায় অন্যান্য অগ্রগতি পাশাপাশি যুব দক্ষতা ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্ত যুব সদস্য ১৪০৩ জন। মাগুরা জেলায় মোট কর্মসংস্থান হয়েছে ১০৩২ জন, যাহার মধ্যে আত্মকর্মসংস্থান – ৬৪০ জন এবং মজুরি ভিত্তিক ৩৯২ জন যুব সদস্য। শিক্ষা বৃত্তি ৪৮ জন, আরএফ ঋণ ৩৬ জন ২০ লক্ষ টাকা সহ গ্রামীণ উদ্দোক্তা ঋণ ১৭ জন ৩৭ লক্ষ ৩০ হাজার টাকা প্রদান করা হয়েছে। কর্মশালায় যুব সদস্যগন এসডিএফ কর্তৃক শিক্ষা বৃত্তি, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের লিংকেজ এর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। কর্মশালার মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন অধিদপ্তরের উপপরিচালকবৃন্দ এসডিএফ মাগুরা জেলার কার্যক্রম নিয়ে প্রশংসা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাগুরা জেলা প্রশাসক এসডিএফ এর কার্যক্রম সম্পর্কে অবগত রয়েছেন জানিয়ে, এসডিএফ মাগুরা জেলার অগ্রগতি ও কমিউনিটি পর্যায়ে দারিদ্র বিমোচনের সফলতা অর্জনে প্রশংসা করেন।
মৃত্যুঞ্জয় সাহা আঞ্চলিক পরিচালক সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে যুব দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালাটি সমাপ্ত হয়। উক্ত কর্মশালার উপস্থাপনায় এবং সহযোগিতায় ছিলেন জেলা কর্মকর্তা যুব ও কর্মসংস্থান শরফুদ্দিন সাগর এবং জেলা কর্মকর্তা এমইএল এন্ড জিএ অনুপ কুমার মন্ডল।
