আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুরের গাংনীতে উপজেলা আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস,গাংনী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ, উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান, বিজিবির তেঁতুলবাড়ীয়া কোম্পানী কমান্ডার শাহাবউদ্দীন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা গোলাম মোস্তফা , সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা এবং বিজিবি ও পুলিশের নানা উদ্যোগ গ্রহন করার কথা উল্লেখ করা হয়েছে। সভায় আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও উৎসব মূখর করতে ব্যাপক আলোচনা, রাস্তা ঘাটের নিরাপত্তাসহ নানা দুর্নীতি নিয়ে আলোচনা করা হয়।একইসাথে ভোটকেন্দ্রগুলো সিসিটিভির আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেয়া হয়। সব শেষে গ্রাম আদালত নিয়ে ইউপি চেয়ারম্যানদের আরও তৎপর হওয়ার জন্য আহবান জানান হয়।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,ইউপির চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ , সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
