ঢাকাWednesday , 21 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তারাগঞ্জে কৃত্রিম সার সংকট সৃষ্টির দা‌য়ে ব্যবসায়ীকে জরিমানা

Mahamudul Hasan Babu
January 21, 2026 3:44 pm
Link Copied!

আব্দুল্লা‌হিল শাহীন, তারাগঞ্জ (রংপুর) রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাট এলাকায় কৃত্রিমভাবে রাসায়নিক সারের সংকট সৃষ্টি ও সরবরাহে বাধা দেওয়ার দায়ে এক সার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ জানুয়ারি)  বিকালে কৃষি বিপণন আইন, ২০১৮ এর আওতায় পরিচালিত মোবাইল কোর্টে মেসার্স রহমান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী স্বদেশ চন্দ্র সরকার (৪৫)-কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি উপজেলার ঘনিরামপুর গ্রামের মুকুল চন্দ্র সরকারের ছেলে।
অভিযুক্ত ব্যবসায়ী কৃত্রিমভাবে রাসায়নিক সারের সংকট সৃষ্টি করে কৃষকদের কাছে সরবরাহে বাধা দিচ্ছিলেন, যা কৃষি বিপণন আইন, ২০১৮-এর স্পষ্ট লঙ্ঘন।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন।
অভিযানকালে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন তারাগঞ্জ থানা পুলিশের সদস্যরা।উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের স্বার্থ রক্ষা ও বাজারে সার সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।