এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার তিতাসে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে পুলিশ।জানা যায়,তিতাস থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যা ৭ টার দিকে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সদস্য আলাউদ্দিন(২৬)কে আটক করতে সক্ষম হয়।
সে উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের আরশাদ মিয়ার ছেলে।তাকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো ডাকাতি কার্যক্রমে ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ডাকাত দলের সদস্য আলাউদ্দিনের বিরুদ্ধে তিতাস থানায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান-তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)আরিফ হোসাইন। তিনি বলেন-এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
