মো.মেহেদী হাসান,ভাঙ্গুড়া ,পাবনা উপজেলা প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রী মোছা. সুরাইয়া খাতুন (১৩) হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২২ জানুয়ারি (বৃহস্পতিবার) উপজেলার জন্তিহার ঐতিহ্যবাহী খেলার মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে আবুল হোসেন ডিগ্রি কলেজ, কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়, কালিয়াকৈর ও জন্তিহার দাখিল মাদ্রাসা এবং আশপাশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বিএল বাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস এম আবু যুবাইর হেলাল। সঞ্চালনা করেন ছাত্রনেতা রাজু আহমেদ লিখন ও সরদার হাসিবুল ইসলাম।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন নিহত সুরাইয়ার মা মোছা. চাম্পা খাতুন। কান্নাজড়িত কণ্ঠে তিনি মেয়ের হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। এছাড়া বক্তব্য রাখেন আবুল হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান, প্রভাষক আকরামুল আলম জিন্নাহ, কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম মনি, জন্তিহার দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সামাদসহ শিক্ষক, সমাজকর্মী ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে তারা তদন্তে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং নির্দোষ কাউকে হয়রানি না করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যাপক হেলাল বলেন, “শান্তিপূর্ণ এই জনপদে এমন অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধের সাহস না পায়।”
এই কর্মসূচির অন্যতম সমন্বয়কারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলে নেতা এবং স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী এস এম নাহিদ হাসান বলেন, “যে যেকোনো জায়গায় অবিচার সকল জায়গায় অবিচারের ঝুঁকি তৈরি করে। আমরা চাই এই হত্যাকাণ্ডে দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক।”
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আকনজি বলেন, “এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে।”
উল্লেখ্য, ফরিদপুর উপজেলার বি এল বাড়ি ইউনিয়নের জন্তিহার গ্রামের বাসিন্দা স্বপন খানের মেয়ে এবং কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুরাইয়া খাতুন গত ১৩ জানুয়ারি নিখোঁজ হয়। ১৬ জানুয়ারি ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে ১৮ জানুয়ারি স্থানীয় একটি ডোবা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের চাচাতো বোন ও দুলাভাইকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই হত্যাকাণ্ড এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে।
