ঢাকাThursday , 22 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চৌকি আদালতের কার্যক্রম বন্ধের উপক্রম

Mahamudul Hasan Babu
January 22, 2026 2:32 pm
Link Copied!

আসাদুজ্জামান রুবেল গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতে গত চারমাস ধরে বিচারক সঙ্কট দেখা দিয়েছে। এতে করে ওই আদালতের কার্যক্রম বন্ধের উপক্রম হয়ে পড়েছে।জানা গেছে, এ উপজেলায় পৃথক দুটি আদালত রয়েছে। এর একটি হলো,সিনিয়র জুডিশিযাল ম্যাজিস্ট্রেট আদালত এবং অপরটি ‘সিনিয়র সহকারি জজ আদালত।আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের আগস্টের শেষের দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমুল হাসান অন্যত্রে বদলী হন। এর পর থেকে ওই আদালতে বিচারক সঙ্কট দেখা দেয়।অপর দিকে,গত নভেম্বরের শেষের দিকে সিনিয়র সহকারি জজ আদালতের বিচারক মিলন চন্দ্র পাল বদলি হন।সেই থেকেই এ আদালতেও বিচারক সঙ্কটের উপক্রম হয়।আদালত সূত্রে জানা যায়, এই দুইজন বিচারক বদলির পরে গাইবান্ধা দ্বিতীয় আদালতের যুগ্ম জেলা জজ অলরাম কাজীকে গোবিন্দগঞ্জ সিনিয়র সহকারি জজ আদালতের এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবরার ইয়াসির রুমিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক হিসেবে দায়িত্ব পান।তারা অতিরিক্ত দায়িত্ব হিসেবে সপ্তাহে একদিন প্রতি বুধবার গোবিন্দগঞ্জ চৌকি আদালতের কার্যক্রম পরিচালনা করেন।গোবিন্দগঞ্জ চৌকি আতালতের এডভোকেট মাহমুদ হাসান মুন্না এ তথ্য নিশ্চিত করে জানান,বিচারক সঙ্কটের কারণে বিভিন্ন মামলার বিচার ব্যবস্থা ব্যাহত হচ্ছে।এদিকে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি/২৬) আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শাহারিয়া আরাফাত (প্রশাসন) সাক্ষরিত এক পরিপত্রে গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম গালিব হাসানকে গোবিন্দগঞ্জ চৌকি আদালতে এবং বিচারক আবরার ইয়াসির রুমিকে গোবিন্দগঞ্জ সিভিল আদালতে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।আগামি ২৮ জানুয়ারি থেকে বিচারকদ্বয়কে আদালতের কার্যক্রম পরিচালনার জন্য ওই পরিপত্রে উল্লেখ করা হয়েছে।