ঢাকাThursday , 22 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে প্রত্যন্ত অঞ্চল ধানের শীষের স্লোগানে মিশিল

Mahamudul Hasan Babu
January 22, 2026 2:46 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃএয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই জামালপুরের ইসলামপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে এলাকা।
বৃহস্পতিবার(২২জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর এলাকায় বিএনপির নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর হাসান তারেক ও ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হামজা মিয়ার নেতৃত্বে ডিগ্রীরচর সকাল বাজার থেকে মিছিলটি বের হয়।
মিছিলটি ডিগ্রীরচর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানের শীষ প্রতীকের স্লোগানে এলাকা মুখরিত করে তোলে। পরে মিছিলটি সকাল বাজারে এসে শেষ হয়।
এ সময় ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন।
নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই এমন কর্মসূচিতে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। নেতাকর্মীরা মনে করছেন,এই ধরনের মিছিল নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং ভোটারদের অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে।