মো: খাত্তাব হোসেন বগুড়া প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত বাংলা রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে দেশসেরার গৌরব অর্জন করেছেন সরকারি আজিজুল হক কলেজ, বগুড়ার মনোবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহসিনা ইসলাম। তার এই অসাধারণ সাফল্যে শিক্ষা অঙ্গনে ব্যাপক প্রশংসা ও আনন্দের জোয়ার বইছে।
এই অর্জনের মাধ্যমে মহসিনা ইসলাম একযোগে বগুড়া জেলার প্রথম, রাজশাহী বিভাগের প্রথম এবং সারাদেশের সকল শিক্ষার্থীকে পেছনে ফেলে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার অনন্য ইতিহাস গড়েছেন। এটি বগুড়া জেলার জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায়।
জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের পুরস্কার তিনি মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার-এর নিকট থেকে গ্রহণ করেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে তার এই সাফল্য বিশেষভাবে প্রশংসিত হয়।
উল্লেখযোগ্য যে, মহসিনা ইসলাম এর আগেও ২০২৩ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে বাংলা রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দেশসেরা হয়ে নিজের মেধা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখেছিলেন। একই প্রতিযোগিতায় একাধিকবার জাতীয় পর্যায়ে প্রথম হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করে তিনি নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও তিনি সমানভাবে সক্রিয়। বর্তমানে তিনি সরকারি আজিজুল হক কলেজ ডিবেটিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একজন দক্ষ ও প্রতিভাবান বিতার্কিক হিসেবে পরিচিত। এছাড়াও ২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি।
মহসিনা ইসলামের বক্তব্য
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মহসিনা ইসলাম বলেন—“এই অর্জন আমার একার নয়। আমার শিক্ষকবৃন্দ, পরিবার, বন্ধু ও সহপাঠীদের অনুপ্রেরণা ও ভালোবাসা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না।তার এই কৃতিত্বে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, সহপাঠী, পরিবার এবং বগুড়া জেলার সর্বস্তরের মানুষ গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, মহসিনা ইসলামের এই সাফল্য ভবিষ্যতে আরও অনেক শিক্ষার্থীকে জাতীয় পর্যায়ে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
মেধা, মননশীলতা ও বহুমাত্রিক প্রতিভার অধিকারী মহসিনা ইসলাম আজ শুধু একটি নাম নয়—তিনি বগুড়া জেলার শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার প্রতীক। তার এই অর্জন সরকারি আজিজুল হক কলেজের সুনামকে জাতীয় পর্যায়ে আরও সুদৃঢ় করেছে এবং শিক্ষাঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
