চরফ্যাশন প্রতিনিধি। ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় একটি পারিবারিক ঘটনাকে রাজনৈতিক ইস্যুতে রূপান্তর করার চেষ্টা ও বিএনপির বিরুদ্ধে জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দক্ষিণ আইচা থানা বিএনপি।
শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১ টার দিকে দক্ষিণ আইচা প্রেসক্লাব কার্যালয়ে দক্ষিণ আইচা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চরমানিকা ইউনিয়নের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচন সমন্বয়কারী কাজী মঞ্জুর হোসেন বলেন, গত (১৯ জানুয়ারি)সকাল ৯টার সময় চরমানিকা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের চামেলী আবাসন প্রকল্পের বাসিন্দা হাজেরা বেগমের সঙ্গে তাঁর প্রতিবেশী মো. শাহাবুদ্দিনের মধ্যে সংঘটিত মারামারির ঘটনা সম্পূর্ণ পারিবারিক ও সামাজিক বিরোধজনিত। এর সঙ্গে কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক আদর্শ বা বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। এবং মো. শাহাবুদ্দিনও বিএনপির কোনো কর্মী নন।
তিনি আরো বলেন, ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও ভুক্তভোগী হাজেরা বেগম থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। এবং হাসপাতালে হাজেরা বেগমকে দিনরাত পাহারায় রেখেছেন জামায়াতের বেশকিছু মহিলা কর্মী। এতেই প্রমাণিত হয়ে একটি বিশেষ মহল, বিশেষ করে জামায়াতে ইসলাম, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনাকে রাজনৈতিকভাবে উপস্থাপন করে স্থানীয় বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে, যা রাজনৈতিক শিষ্টাচারের বিরুদ্ধে। হাজেরা বেগমের ঘটনার সঙ্গে বিএনপিকে জড়ানোর চেষ্টা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের অপপ্রচার সামাজিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে। অবিলম্বে এই অপপ্রচার বন্ধ করা হোক।
কাজী মঞ্জুর হোসেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অপপ্রচারের উৎস চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। রাজনীতি মানুষের কল্যাণ ও মানবিকতার পক্ষে হওয়া উচিত। ব্যক্তিগত পারিবারিক বিরোধকে রাজনৈতিক ইস্যু বানিয়ে সমাজে বিভ্রান্তি ছড়ানো সুস্থ রাজনীতির পরিপন্থী।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি নেতা এডভোকেট শাহাবুদ্দিন মালতিয়া, রিপন মহাজন, এসএম জসিমউদদীন ও দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি প্রভাষক রেজাউল করিম খন্দকার, আবুল কাশেম শাহ, সিরাজুল ইসলাম সবুজ খাঁন, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক মাষ্টারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও দক্ষিণ আইচা প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক আবু তাহের মাষ্টার সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
