(লক্ষ্মীপুর): আবু সালমান: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রথম নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার তেগাছিয়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
এবিএম আশরাফ উদ্দিন নিজান, সভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বক্তারা বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মাঠে রয়েছে।
সভায় আরও বক্তব্য রাখেন রামগতি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। তারা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে জনমত গড়ে তুলতে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
