রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলাবাসীর ঢাকায় যাতায়াতের প্রধান মাধ্যম ট্রেন ভোগান্তি দূর করতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে রেলওয়ে সংস্কার কমিটি।
শুক্রবার (২৩জানুয়ারি) বিকেলে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন প্রায় আধা ঘণ্টা আটকে এ কর্মসূচি পালন করা হয়।
বক্তরা বলেন,বর্তমানে সরিষাবাড়ী-ময়মনসিংহ-ঢাকা রেলরুটে যমুনা, অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস নামে তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এরমধ্যে অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের ভোগান্তি দীর্ঘদিন ধরে। ট্রেন দু’টি অল্প সময়ের ব্যবধানে যাতায়াত করায় অনেক সময় যাত্রী স্বল্পতায় কর্তৃপক্ষের লোকসান গুণতে হয়।
এছাড়া ঢাকা থেকে ছেড়ে তারাকান্দিতে পৌঁছে বিকেলে, কিন্তু ঢাকা যেতে যেতে গভীর রাত হয়ে যায়। ট্রেন থেকে নামার ফলে যাত্রীদের ছিনতাইয়ের শিকারসহ জীবন থাকে ঝুঁকির মুখে।
বক্তারা দাবি জানান,দু’টি ট্রেনের যেকোনো একটি ট্রেন ঢাকা থেকে রাতে ও জামালপুর থেকে ভোরে ছাড়ার সময়সূচি নির্ধারণ,জামালপুর এক্সপ্রেসের আগের রুটে ফিরিয়ে যমুনা সেতু (পূর্ব) দিয়ে যাতায়াত,বন্ধ থাকা ধলেশ্বরী ট্রেনটি পুনরায় চালু ও এটি যমুনা সেতু (পশ্চিম) স্টেশন পর্যন্ত বর্ধিত করলে উত্তরবঙ্গে যাতায়াত সহজতর হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সরিষাবাড়ী রেলওয়ে সংস্কার কমিটির আহ্বায়ক কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর,যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ,সদস্য সচিব সোহানুর রহমান সোহান,রিফাতুজ্জামান রিফাত, ফরিদ সরকার,নূর সরকার প্রমুখ।
বক্তারা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন।
