এম এম এ রেজা পহেল ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের ধর্মপাশায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪৭ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের শান্তিপুর গ্রামের পারুলের ঘরের নিকট থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, জেলার জামালগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে লাল চাঁন, ভাটি লালপুর গ্রামের মৃত করিমের ছেলে জুয়েল মিয়া ও ধর্মপাশা উপজেলার শান্তিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আক্তার হোসেন।
ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ও তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
