মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ধানের শীষের পক্ষে স্মরণকালের সবচেয়ে জনবহুল নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি বিকাল ৪ টায় পাঁচ রাস্তার মোড় থেকে হাজার হাজার নেতা কর্মীর সমন্বয়ে বিক্ষোভ মিছিলটি রায়েন্দা বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তার মোড় আল আরাফা ইসলামী ব্যাংকের সামনে শেষ হয়। পরে পথসভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সোমনাথ দে। এ সময় আরো বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, যুবদলের আহ্বায়ক মোল্লা ইব্রাহিম, ছাত্রদল নেতা শামীম শিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন। সভায় প্রধান অতিথি বলেন আপনারা আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়ে যেভাবে আমাকে ধন্য করেছেন আশা রাখি আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে সংসদ সদস্য করতে পারলে আপনাদের মনের আশা পূরণ করবো ইনশাল্লাহ
