ঢাকাSaturday , 2 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খেলাধূলার ক্রমবিকাশে যে যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে – বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আ ন ম বজলুর রশিদ (কালু)

Mahamudul Hasan Babu
November 2, 2024 11:07 am
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে মরহুম আব্দুল মঈদ চৌধুরী (লালু চেয়ারম্যান) স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ এর চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত টুর্ণামেন্টে ৮ টি দলের মধ্যকার খেলায় চুড়ান্ত পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাসুদেবপুর সূর্যমূখী সংঘ।
শুক্রবার বিকেলে চৌরঙ্গী যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে সিংগুল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন, প্রধান অতিথি দিনাজপুর-২ (বিরল বোচাগঞ্জ) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ (কালু)। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মরহুম আব্দুল মঈদ চৌধুরী (লালু চেয়ারম্যান) একজন সমাজসেবী মানুষ ছিলেন। তিনি জীবদ্দশায় সমাজের উন্নয়ন কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। সমাজের জন্য মঙ্গলজনক কাজে অংশগ্রহনের জন্য তিনি সকলকে পথ দেখাতেন। আমরা মরহুম আব্দুল মঈদ চৌধুরী (লালু চেয়ারম্যান) এর আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের এই টুর্ণামেন্ট থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে খেলাধূলার ক্রমবিকাশে যে যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আমরা খেলাধূলায় আমাদের যুবকদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে সমাজের অনৈতিক কাজগুলো কমে আসবে বলে আমি মনে করি। আর সমাজের অনৈতিক কাজগুলো কমে গেলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর আগামী উপহার দিতে পারবো। এসময় তিনি টুর্ণামেন্টের আয়োজক, ধারাভাষ্যকার, রেফারি, খেলায়াড়সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক বুলু মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিরল পৌর বিএনপি’র সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন, সহ-সভাপতি ইস্কান্দার হাসান, সাংগঠনিক সম্পাদক আল মামুনুর রশিদ রাজু, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, বিরল ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি রুহুল আমিন, টুর্ণামেন্ট এর আহ্বায়ক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য নিজামুল ইসলাম, সদস্য সচিব নুর ইসলাম, কোষাধ্যক্ষ নাসির ইসলাম, সদস্য রিপন ইসলাম, কাজল, সুমন, লাতিফুর, রাজু, রায়াহান।
টুর্ণামেন্টে রাণীগঞ্জ বাজার ফুটবল একাডেমীকে ০-১ গোলের ব্যবধানে বাসুদেবপুর সূর্যমুখী সংঘ পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়। শেষে প্রধান অতিথি টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন। খেলা পরিচালনা করেন উত্তরবঙ্গের স্বনামধন্য রেফারী মোঃ তাজুল ইসলাম।