ঢাকাSaturday , 24 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে শিশু উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের ভুয়া নিউজ ছড়ানোর অভিযোগ

Mahamudul Hasan Babu
January 24, 2026 3:00 pm
Link Copied!

মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প লক্ষ্মীপুর বিডি-০২৪৬ প্রকল্পের এলসিসি কমিটির সভাপতি বিজয় রায়ের বিরুদ্ধে শিশু উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে ভুয়া ও ভিত্তিহীন সংবাদ ছড়ানোর ঘটনায় তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানানো হয়েছে। বিজয় রায় জানান, একটি স্বার্থান্বেষী মহল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা সহ প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রচার করছে। যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মানহানিকর। তিনি আরও জানান, তার বিরুদ্ধে যেসব অভিযোগের কথা বলা হচ্ছে, সেগুলো নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো তদন্তেই সত্যতার প্রমাণ মেলেনি।