মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প লক্ষ্মীপুর বিডি-০২৪৬ প্রকল্পের এলসিসি কমিটির সভাপতি বিজয় রায়ের বিরুদ্ধে শিশু উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে ভুয়া ও ভিত্তিহীন সংবাদ ছড়ানোর ঘটনায় তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানানো হয়েছে। বিজয় রায় জানান, একটি স্বার্থান্বেষী মহল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা সহ প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রচার করছে। যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মানহানিকর। তিনি আরও জানান, তার বিরুদ্ধে যেসব অভিযোগের কথা বলা হচ্ছে, সেগুলো নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো তদন্তেই সত্যতার প্রমাণ মেলেনি।
