আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : ‘ সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় মেহেরপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস-২০২৪ পালিত হয়েছে। প্রতিবছর নভেম্বর মাসের ১ম শনিবার সমবায় দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে মেহেরপুওে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালেল দিকে এ র্যালি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ এর নেতৃত্বে র্যালিটি জেলা জেলা প্রশাসকের চত্বও থেকে শুরু কওে প্রধান প্রধান সড়ক হয়ে মডেল মসজিদ প্রাঙ্গনে এসে শেষ হয়। পওে সেখানে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সমবায় পতাকা উত্তোলন করেন সমবায় কর্মকর্তা প্রভাষচন্দ্র বালা। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার গাজী মূয়ীদূর রহমান, সহকারি প্রশিক্ষক রোকুনুজ্জামান তুষার, মৎস্যজীবী প্রতিনিধি গুরুদাস হালদারসহ বিভিন্ন সমবায় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একইভাবে গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে দিবস টি পালন উপলক্ষে শনিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই সমবায় সমিতি কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন গাংনী উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামান।
অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার প্রীতম সাহা।
আলোচনা সভা শুরুতেই সাহারবাটি তুফান সমবায় সমিতির উদ্যোগে অতিথিদের উপহার স্বরুপ উত্তরীয় (গামছা) পরিয়ে দেয়া হয়।
গাংনী উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোলের সঞ্চালনায় আলোচনা সভায় এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী পাইলট সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, গাংনী সহকারী উপজেলা শিক্ষা অফিসার আরিফ আহমেদ প্র্রমুখ।
সমবায় দিবসের উপর বক্তব্য রাখেন,গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, চাঁদপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর ঋণ উপ কমিটির সাবেক সভাপতি আবুল কাশেম, নাগদার খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আব্দাল হক, ডিজিটাল সমবায় সমিতির সভাপতি তোফায়েল হোসেন, তুফান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
পরে চাঁদপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর নাগদার খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির প্রতিনিধি, কুমারীডাঙ্গা সমবায় সমিতিসহ ৩টি সমবায় সমিতির ভাল কাজের স্বীকৃতিস্বরুপ তাদের প্রতিনিধিদের হাতে পুরস্কার হিসেবে ক্রেষ্ট তুলে দেন আতিথিবৃন্দ।
আলোচনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন সমবায় সমিতির শতাধিক সদস্য সদস্যা উপস্থিত ছিলেন।