মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় ১০ দলীয় জোটের উদ্যোগে মাগুরা -১ আসনের সংসদ সদস্য
. দাঁড়িপাল্লা প্রতিকের কান্ডারী আলহাজ্জ আব্দুল মতিনের পক্ষে রবিবার বিকেলে (বাদ আছর) শ্রীপুর ও খামারপাড়া এলাকায় বিশাল নির্বাচনী মিছিল, রোর্ড শো ডাউন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাগুরা -১ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব আব্দুল মতিনের নেতৃত্বে খামারপাড়া গোরস্থান মোড় থেকে মিছিল শুরু হয়ে শ্রীপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
শ্রীপুর উপজেলার জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ১০ দলীয় জোটের প্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন,শ্রীপুর উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোঃ হুজাইফা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, জেলা অফি অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, মাগুরা সদর উপজেলা জামায়াতের আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান সহকারী অধ্যাপক ফারুক হুসাইন, সেক্রেটারী সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা আবুল বাসার, শ্রীপুর উপজেলা সেক্রেটারী ও উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মোল্লা, উপজেলা নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর, শ্রীপুর সদর ইউনিয়ন আমীর মাওলানা মোঃ ইনছান আলী, শ্রীকোল ইউনিয়ন আমীর এম হাসিবুর রহমান রিপন,গয়েশপুর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সালামসহ ১০দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মিছিল চলাকালীন রাস্তার দু’ধারে দাঁড়িয়ে বিভিন্ন বয়সী মহিলারা দাঁড়িপাল্লা হাতে নিয়ে প্রার্থীসহ নেতৃবৃন্দকে ফুলেল শুভেচছা জানান।
