ঢাকাSunday , 25 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মধ্যনগরে যৌথ অভিযানে ৭১ পিস ইয়াবা সহ মাদক কারবারী রিমা গ্রেপ্তার

Mahamudul Hasan Babu
January 25, 2026 1:39 pm
Link Copied!

এম এম এ রেজা পহেল ধর্মপাশা,মধ্যনগর( সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় চামরদানী ইউনিয়নের দুগনুই গ্রামে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭১ (একাত্তর) পিছ ইয়াবা ট্যাবলেট, ০৪টি মোবাইল ফোন, নগদ ১৩,৭৮০/- (তেরো হাজার সাতশত আঁশি)টাকাসহ রিমা আক্তার নামের এক মাদক কারবারী কে রবিবার দুপুরে গ্রপ্তার হয়েছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়,
মোছাঃ রিমা আক্তার (৩৫), স্বামী-মৃত রিপন মিয়া, পিতা-মৃত গেদু মিয়া, গ্রাম -দুগনই, ৩নং চামরদানী ইউনিয়ন, ৭১ (একাত্তর) পিছ ইয়াবা ট্যাবলেট, ০৪টি মোবাইল ফোন, নগদ ১৩,৭৮০/- (তেরো হাজার সাতশত আঁশি)টাকাসহ গ্রেফতার করা হয়। সে মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বহিষ্কৃত নেতা মুমিনুল হক বেনুর আপন ভাগনী। এলাকার মানুষ চায় এর সাথে জরিত সকলকে আইনের আওতায় আনতে হবে। পরবর্তীতে পুলিশ বাদি হয়ে মধ্যনগর থানার মামলা নং-০৫, তারিখ-২৫/০১/২০২৬খ্রিঃ, ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন বলেন,মাদকের সাথে আর কে জরিত আছে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
পরবর্তীতে যথাযথ পুলিশ ইস্কটের মাধ্যমে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।