ঢাকাSunday , 25 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয়- মির্জা ফখরুল 

Mahamudul Hasan Babu
January 25, 2026 1:37 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি:- আমাদের দেশে হিন্দু-বৌদ্ধসহ অন্যান্য ধর্মের মানুষেরা আছে৷ ধর্ম টেনে আনলে পক্ষপাতিত্ব হয়ে যাবে। রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দুপুরে সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও দাখিল মাদরাসা মাঠে নির্বাচনী গণসংযোগে এসব মন্তব্য করেন তিনি৷
মির্জা ফখরুল বলেন, ১৫ বছর মামলা আর পুলিশের তাড়ায় ছিলাম। এমন কেউ নেই বিএনপির যে মামলা হয়নি। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। ঠাকুরগাঁওয়ে দিয়েছে সাড়ে ৭ হাজার। অনেক কষ্ট হয়েছি। টাকা খরচ হয়েছে। হাসিনা পালানোর পর মামলা তুলে নেয়া হয়েছে। আওয়ামীলীগ যা করেছে তা আমাদের দলের কেউ করবে না৷
মহাসচিব বলেন, জামায়াতে ইসলামীর সাথে বিএনপির পার্থক্য হল, বিএনপি পরীক্ষীত দল৷ আমাদেরকে আপনারা সবাই চেনেন৷ ক্ষমতায় এলে মায়েদের ফ্যামিলি কার্ড দেয়া হবে। কার্ড দিয়ে ন্যাযমূল্যে চাল-ডাল, আটা পাবেন। হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন। সন্তানদের শিক্ষায় ভূমিকা রাখতে পারবেন৷ কৃষকদের জন্য কৃষি কার্ড দেয়া হবে৷ সার-বিষ ন্যাযমূল্যে পাওয়া যাবে।
এসময় দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।