ঢাকাSunday , 25 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাবনা ০৩ধানের শীষের প্রার্থী তুহিন এর বিশাল জনসভা

Mahamudul Hasan Babu
January 25, 2026 1:56 pm
Link Copied!

মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনাmসিরাজগঞ্জ প্রতিনিধি: পাবনা-৩ (ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষক দলের সভাপতি কৃষি বিদ হাসান জাফির তুহিন এর সমর্থনে এক বিশাল নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে, পরে যা জনসভায় পরিনত হয়।

আজ ২৫জানুয়ারি’২৬ রবিবার দুপুর ৪ টা ৩০ মিনিটে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সাথে সাথে এই জনসভাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এদিন জনসভার আগে কৃষি বিদ হাসান জাফির তুহিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাতবাড়িয়া খেলার মাঠে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাসহ তিনি জনসভাস্থলে উপস্থিত হন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানমরিচ ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতাউর রহমান খোকন।

এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী কৃষি বিদ হাসান জাফির তুহিন। তিনি বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে পাবনা-৩ আসনের জনগণ আজ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা প্রতিহিংসা নয়, বরং শান্তি ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ তাদের যোগ্য জবাব দেবে।

, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে হলে অবশ্যই সকলকে ঐক্যবধ্য বিএনপি হতে হবে। আজ আমরা অধিকার আদায়ে রাজপথে নেমেছি। কোনো ভয়ভীতি দেখিয়ে বা ষড়যন্ত্র করে ধর্মের নামে প্রতারণা করে ধানের শীষের গণজোয়ার আটকানো যাবে না।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমান, আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বরাত, সাবেক আহ্বায়ক রাজিউল হাসান বাবু ও সাবেক সাংগঠনিক আব্দুল মতিন রাজু ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্য প্রদান করেন।

জনসভায় খানমরিচ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। বক্তারা নির্বাচনী আচরণবিধি মেনে সুশৃঙ্খলভাবে প্রচার কাজ চালানোর জন্য কর্মীদের কড়া নির্দেশনা প্রদান করেন। সভা শেষে একটি বিশাল মিছিল ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।