আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং এবং পোলিং অফিসারগণের দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ড.সৈয়দ এনামুল কবীর / বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাচন অফিসারসহ উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোঃ এনামুল হক, মেহেরপুর সদর উপজেলা নির্বাচন অফিসার বাবু হকসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসারদের নির্বাচনী দায়িত্ব, ভোট গ্রহণের পদ্ধতি, আচরণবিধিমালা ও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
