আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরের দিকে গাংনী উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি ও প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ সনজীব মৃধা, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা।
এসময় গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান আয়োজক কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন। গাংনী উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই ফিতা কেটে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। ফিতা কেটে উদ্বোধন করার পরই বিভিন্ন স্টল (১৩ স্টল) ঘুরে ঘুরে পরিদর্শন করেন ও প্রশংসা করেন। পরিদর্শন শেষে মেলা মাঠে উপস্থিত কৃষক-কৃষাণীদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার জেলা প্রশাসক বক্তব্য রাখেন।
মেলা শেষে গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসের গার্ডেনে একটি গাছের চারা রোপন করেন।
সব শেষে গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা নাবিদ হোসেনের নেতৃত্বে কৃষি ও প্রযুক্তি মেলা উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়।
