রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের সদর তিতপল্লা ইউনিয়নের চরশী কান্দারপাড়া এলাকায় মোখলেছুর রহমানের নেতৃত্বে অন্যের জমিতে জোর পুর্বক ভাবে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে৷
সোমবার((২৬জানুয়ারি)সকালে চরশী কান্দারপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।
এ ব্যাপারে জমি মালিক আমির উদ্দিন ও নূরজাহান বেগম জানান, একদল ভূমি দস্যুরা মোখলেছুর রহমানের নেতৃত্বে আমাদের জমিতে জোর পুর্বক রাস্তা নির্মান করতে যায় এবং কিছু কাঠ গাছ কেটে ফেলে। পরে তাদের কর্মকান্ডের চিত্র মোবাইল ফোনে ভিডিও করতে গেলে আমির উদ্দিনের স্ত্রী নূরজাহান বেগমের হাতে থাকা রেডমি মোবাইল সেটটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
এ ব্যাপারে জেএসডি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমির উদ্দিন বলেন,আমার নির্বাচনী কাজে বাঁধাগ্রস্ত করার জন্য চক্রটি সুযোগে আমার জমির ভিতর দিয়ে জোরপূর্বক মাটি কেটে রাস্তা নির্মাণে করছে। ওই জমি নিয়ে জামমালপুর আদালতের মামলা চলমান রয়েছে।
এ ব্যাপারে জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন,এ বিষয়ে আমি এখনও অবগত নই।
